
প্রকাশিত: Sat, Dec 17, 2022 4:27 PM আপডেট: Tue, Jul 1, 2025 11:10 PM
বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম ফেটে আহত ২
ইমরুল শাহেদ: জার্মানির রাজধানী বার্লিনে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুর লবিতে শুক্রবার ১০ লাখ লিটার পানি ভর্তি বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়ামটি ফেটে গেছে। অ্যাকুরিয়ামের পানিতে হোটেল ও আশপাশের সড়ক প্লাবিত হয়। গ্লাস স্পিøন্টারের আঘাতে আহত হয়েছেন দুই জন। নিউজ, পার্সটুডে
হোটেলে অবস্থানরত নাজ মাশরাফ নামে একজন বলেন, ‘এটা ছিল অনেকটা ভূমিকম্পের মতো।’ অ্যাকুরিয়ামটি ফেটে পড়ার পরপরই ১০০ জন জরুরি বিভাগের কর্মী উদ্ধার কাজ শুরু করে। ‘অ্যাকুয়াডোম’ নামের ওই অ্যাকুরিয়ামে ৮০ প্রজাতির প্রায় ১,৫০০ নীল ও ক্লাউনফিশ ছিল। ৫২ ফুট উঁচু অ্যাকুয়াডোমকে ‘মুক্তভাবে দাঁড়িয়ে থাকা বিশ্বের সবচেয়ে বড় অ্যাকুরিয়াম’ বলা হতো।
স্থানীয় সময় শুক্রবার সকাল ৫টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটনার পর হোটেলে থাকা অতিথিদের অন্যত্র স্থানান্তর করা হয়। বার্লিন পুলিশ বলেছে, অ্যাকুরিয়াম ফেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাকুরিয়াম ফেঁটে খালি হয়ে পুরো হোটেল পানিতে সয়লাব হয়ে গেছে।
বার্লিনের অগ্নিনির্বাপণ বিভাগের একজন মুখপাত্র বলেছেন, ফেটে যাওয়ার পর অ্যাকুরিয়ামে থাকা বেশির ভাগ মাছ মারা গেছে। বার্লিনে প্রচণ্ড শীতের কারণে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় তাদের। ওই অ্যাকুরিয়ামে বিভিন্ন দেশের শতাধিক প্রজাতির মাছ ছিল বলেও জানিয়েছেন ওই মুখপাত্র।
অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে হোটেলের মূল ফটক, সামনের রাস্তা ও ফুটপাতে আবর্জনার স্তূপ তৈরি হয়। উদ্ধার কাজ চালাতে জরুরি বিভাগের প্রায় ১০০ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। হোটেলের পাশে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়া হয়। তবে অ্যাকুরিয়াম ফাটার কারণ এখনো জানা যায়নি। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
